নিজস্ব প্রতিনিধি, রাউজান :
প্রাকৃতিক মৎস্য প্রজনন হালদা নদীতে ৮ কেজি ৭ শ গ্রাম ওজনের একটি কাতলা মাছ মৃত অবস্থায় নদীর পানিতে ভেসে উঠে । বুধবার সকালে এক যুবক দেখতে পেয়ে নদী থেকে মৃত কাতলা মাছটি তুলে নেয়। কাতলা মাছটি নদী থেকে উদ্ধারের পর মাসুদ রানা বিষয়টি রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগকে জানায়। উদ্ধার হওয়া কাতলা মাছটি হালদা নদীর তীরে মাটি খনন করে মাটি চাপা দেয় রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।
উদ্ধার হওয়া মৃত কাতলা মাছটি ৭ জুলাই মঙ্গলবার মারা যায় বলে ধারণা করছেন স’ানীয়রা। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, হালদা নদীতে প্রতিনিয়ত মা মাছ ও জীব বৈচিত্র্য রড়্গায় নদীতে যান্ত্রিক নৌযান ও ড্রেজার চলাচল বন্ধ রয়েছে । কাতলা মাছটি কি কারণে মারা গেছে তা বলা যাচ্ছে না।