সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
ফের বিতর্কিত মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তিনি বলেছেন, পাকিস্তানের কাছে একসময় ক্রমাগত হারের পর দয়া ভিক্ষা করতেন ভারতীয় ক্রিকেটাররা। দুই দলরে ক্রিকেটীয় যুদ্ধের ক্ষেত্রে পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তানই। এখনও পর্যন্ত দুই দেশের মধ্যে হওয়া ৫৯ টেস্টের ১২টিতে জিতেছে পাকিস্তান। ভারত জিতেছে নয়টিতে। এক দিনের ক্রিকেটে দুই দলের মধ্যে ফারাক অনেক বেশি। পাকিস্তান মুখোমুখি সাক্ষাতে জিতেছে ৭৩ বার, ভারত জিতেছে ৫৫ বার। একমাত্র টি-টোয়েন্টি ফরম্যাটে এগিয়ে রয়েছে ভারত। দুই দলের মধ্যে হওয়া আটটি ম্যাচের মধ্যে ছয়টিতেই জিতেছে ভারত।
ইউটিউবে এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন, ‘আমরা তো বহু বার হারিয়েছি ভারতকে। আমরা এত হারিয়েছি ওদের যে, ম্যাচের পর ওরা দয়া ভিক্ষা চাইত।’ বাস্তব হল, ১৯৯৬ সালে আফ্রিদির অভিষেকের সময় থেকে এই ম্যাচে দাপট কমেছে পাকিস্তানের। হালফিল, ভারতের সামনে অনেক বার হেরেছে পাকিস্তান।
আফ্রিদি অবশ্য ভারতীয় ক্রিকেটপ্রেমীদের থেকে পাওয়া ভালবাসার কথা স্বীকার করেছেন। বলেছেন, ‘ভারতীয় সমর্থকদের থেকে সবচেয়ে বেশি ভালবাসা পাওয়ার কথা বলেছিলাম ২০১৬ সালে। সেই মন্তব্যে এখনও অনড় রয়েছি। কোনও কিছু বিশ্বাস করলে সেটাই বলি। ভুল বললে পরে তা মেনে নিই। ২০১৬ সালে যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিলাম তখন পরিস্থিতি অন্য রকম ছিল। ভারতে আমাদের আসতে দেওয়া হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা ছিল। শুধু পাকিস্তানের অধিনায়ক হিসেবেই ভারতে যাইনি, পাকিস্তানের দূত হিসেবেও গিয়েছিলাম। সেই মতো সামলাতে হয়েছিল পরিস্থিতি।’ তিনি আরও বলেছেন, ‘ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতেই বেশি মজা পেতাম। কারণ, চাপ বেশি থাকত। ওরা ভাল দল, বড় দল। ওদের দেশে গিয়ে ভাল খেলা সহজ নয়।’
খবর : আনন্দবাজার’র।