সুপ্রভাত ডেস্ক »
হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। প্রধান বিচারপতি যে সমস্ত বিচারপতিদের বিচার কাজ থেকে বিরত রেখেছিলেন সেখানে খোন্দকার দিলীরুজ্জামানের নাম ছিলো।
বুধবার (২১ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের প্রজ্ঞাপনে সই করেন।
এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬) মোতাবেক বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অপসারণ করেছেন।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই নিহত ছয়জনের মৃত্যুর কারণ উদ্ঘাটন এবং সাম্প্রতিক ঘটনা তদন্তে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্ব বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো।
২০১৮ সালে তাকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয় বিগত আওয়ামী লীগ সরকার। পরে ২০২০ সালে তাকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি নিয়োগ করা হয়।



















































