নিজস্ব প্রতিবেদক »
শুক্র ও শনিবার মিলিয়ে নগরীতে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে চট্টগ্রাম নগরে। আর হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে খোদ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বাড়ির উঠান ও সামনের রাস্তা।
নগরীর বহদ্দারহাটে মেয়র রেজাউল করিম চৌধুরীর পৈতৃক বাড়ি। এখানেই মেয়র বসবাস করেন। এর আগেও জলাবদ্ধতায় একাধিকবার তলিয়ে গিয়েছিল মেয়রের বাড়ির উঠান ও সামনের রাস্তা।
পানি ডিঙিয়েই গতকাল দুপুরে নগরের আকবর শাহ থানা এলাকায় পাহাড়ধসের ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেয়র রেজাউল করিম চৌধুরী।
দর্শনার্থী, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও নেতা-কর্মীদের নিত্য ভীড় থাকে মেয়রের বাড়িতে। কিন্তু পানি জমে থাকার কারণে গতকাল তেমন কাউকে দেখা যায়নি।