চবি সংবাদদাতা »
বিভিন্ন সমস্যার সমাধান চেয়ে হলে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। এসময় প্রশাসন বরাবর তারা ৬ দফা দাবি জানায়।
সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আমানত হলে আন্দোলনের ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থীরা গেটে তালা ঝুলিয়ে হলের সামনে প্রায় ২ ঘণ্টা অবস্থান নেয়। তাদের দাবিগুলো হলো পানির সমস্যার সমাধান, ইন্টারনেটের গতি বৃদ্ধি, পাঠাগার সংস্কার, খাবারের মান বাড়ানো, নিয়মিত শৌচাগার পরিষ্কার, হলের কক্ষ সংস্কার।
আন্দোলনকারী শিক্ষার্থী ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রিপন জানান, এমনও হয়েছে টানা ৫ দিন পানি পাই নি। শৌচাগারের যাচ্ছে তাই অবস্থা হয়ে থাকে। পরিচ্ছন্নতা কর্মীরাও নিয়মিত কাজ করে না। তাছাড়া পাঠাগারের খুবই করুণ অবস্থা। এতোই ছোট যে ১৫-২০ জন একত্রে বসে পড়তে পারে না।
আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ওমর জানান, এর আগেও অনেক বার এসব অভিযোগ জানিয়েছি। কিন্তু কোন সমাধান আসেনি। তাই আন্দোলনে নেমেছি। প্রশাসন আশ্বাস দিয়েছে অল্প সময়ে সমাধান হয়ে যাবে। যদি না হয় আবার কর্মসূচি দিবো।
আমানত হল প্রভোস্ট অধ্যাপক নির্মল কুমার সাহা জানান, শিক্ষার্থীদের অভিযোগ শুনেছি। ইতিমধ্যেই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। আশা করছি ৭ দিনের মধ্যেই পানি সমস্যার সমাধান হয়ে যাবে। পাশাপাশি খাবারের মান বৃদ্ধির জন্য টিউটরদের দায়িত্ব দিয়েছি। তারা সপ্তাহে ৩ দিন হলে খাবার খাবে এবং মান যাচাই করবে।