হঠাৎ করে পুরোপুরি লকডাউন শিথিল কোন বৈজ্ঞানিক পদ্ধতি হতে পারে না বলে মত প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। ১০ আগস্ট এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ মত প্রকাশ করেন।
তিনি আরও বলেন. করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারের সঠিক এবং কার্যকরী উদ্যোগের ফলে বাংলাদেশ দুর্যোগ কাটিয়ে উঠতে শুরু করেছে। করোনার চিকিৎসা, টিকা প্রদান, প্রণোদনা, রেমিটেন্স আয় বৃদ্ধি, জীবন ও জীবিকা সমুন্নত রাখার মাধ্যমে সরকার একদিকে দেশের অর্থনীতিকে সচল রেখেছে অন্যদিকে দেশকে করোনার হাত থেকে রক্ষা করতে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে লকডাউন পুরোপুরি শিথিল করা হলে এর পরিস্থিতি কি দাড়াবে তাও আমাদের ভেবে দেখতে হবে। লকডাউন শিথিল করার ফলে আমেরিকা, জাপান, জার্মান, চীন এবং ভিয়েতনাম যে কঠিন মাসুল দিচ্ছে তাদের কাছ থেকে যদি আমরা শিক্ষা নিতে না পারি তাহলে আমাদেরকেও এজন্য খারাপ পরিস্থিতির শিকার হতে হবে। এক্ষেত্রে সংক্রমণ এবং মৃত্যু দুইটাই আশংকাজনক হারে বাড়তে পারে। যদিও লকডাউন কোন স্থায়ী সমাধান না। দেশের জনগনকে পুরোপুরি ভ্যাকসিনেশন না করা এবং যতদিন সংক্রমণের মাত্রা উর্দ্ধগতিতে থাকবে ততদিন মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক সংঘবদ্ধতা থেকে দূরে থাকি তাহলে করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে পারি। বিজ্ঞপ্তি