‘কোথায় যাবো?’, ‘নিঃশ্বাস নিতে দাও’- এই স্লোগানে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের চরম অব্যবস্থাপনার প্রতিবাদে একশন এগেইনস্ট করোনা, চট্টগ্রাম’র উদ্যোগে গতকাল ২৫ জুন (বৃহস্পতিবার) নগরীর আন্দরকিল্লা মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামের উপজেলাসমূহে নমুনা সংগ্রহ বন্ধ, এবং টেস্ট এর ফলাফলের দীর্ঘসূত্রিতা, সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা, সিট সংকট, এবং বেসরকারি হাসপাতালের করোনা বাণিজ্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, একশন এগেইনস্ট করোনা চট্টগ্রামের সমন্বয়কারী সদস্য সত্যজিৎ বিশ্বাস, তানভীর হোসেন, অ্যাডভোকেট আমির আব্বাস তাপু, ধ্রুবজ্যোতি হোড়, দুলাল দাশগুপ্ত, স্বেচ্ছাসেবক মো. জাহেদ ও আরিফ মঈনুদ্দিন।
বক্তারা বলেন, ‘করোনা চিকিৎসার সংকট নিরসনে বর্তমান অবকাঠামোকে সর্বোত্তম কাজে লাগানোর সুযোগ ও পরিকল্পনা গ্রহণে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর চরমভাবে ব্যর্থ হয়েছে। হাসপাতাল সংকটের কারণে সংকটগ্রস্ত রোগীদের বেসরকারি হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। সেখানে চলছে রমরমা করোনা বাণিজ্য। সরকারের পক্ষ থেকে এসব তদারকির কোনো উদ্যোগ নেই।’ বিজ্ঞপ্তি
মহানগর