সুপ্রভাত ডেস্ক »
পর্নোগ্রাফি মামলায় দুই মাস আটক থাকার পর জামিনে ছাড়া পেলেন শিল্পা শেঠির স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্র। ৫০ হাজার রুপিতে মুম্বাই আদালত থেকে জামিন নেওয়ার পর আজ (২১ সেপ্টেম্বর) সকালে ছাড়া পান তিনি।এদিকে রাজ কুন্দ্রের ছাড়া পাওয়ার খবর পেতেই ইনস্টাগ্রামে একটি বাণী পোস্ট করেন শিল্পা। যাতে লেখা—‘রংধনুর অস্তিত্ব এটাই প্রমাণ করে যে প্রচণ্ড ঝড়ের পরও ভালো কিছু ঘটতে পারে।’
চাইনিজ-আমেরিকান স্থপতি রজার লি’র বাণীটি শেয়ার করে শিল্পা হয়তো বুঝিয়ে দিলেন যে কুন্দ্রের এই ‘দুঃসময়ে’ আগাগোড়াতেই তিনি সঙ্গে ছিলেন। যদিও মুখ ফুটে কখনোই ‘হ্যাঁ-না’ কিছু বলেননি।এদিকে জামিনের আবেদনে রাজ কুন্দ্র বলেছেন, যাবতীয় তদন্ত ও ঘটনায় তিনি ‘বলির পাঁঠা’। যদিও ১৯ জুলাই গ্রেফতারের পর অনেক মডেলই রাজের বিরুদ্ধে চাউর ছিলেন।মুম্বাই পুলিশ আদালতে রাজ কুন্দ্রের বিরুদ্ধে দিয়েছিল প্রায় ১৪০০ পাতার চার্জশিট। তাতে বিভিন্ন অভিযোগের পাশাপাশি বলা হয়েছিল, এসব ঘটনায় শিল্পা শেঠিও একজন সাক্ষী।এদিকে শিল্পা বারবার বলে আসছেন, ‘হটশট’ বা ‘বলিফেইম’ অ্যাপ দুটি সম্পর্কে তিনি কিছুই জানতেন না। চার্জশিটেও তিনি তার বক্তব্যে বলেছেন, রাজের এ ধরনের কোনও কার্যক্রম সম্পর্কে অবগত নন তিনি।