সুপ্রভাত ডেস্ক »
মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করতে হবে। মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় এখনো লড়াই চালিয়ে যেতে হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিজয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উত্তর কাট্টলীতে সাগরতীরের টোল রোডসংলগ্ন অস্থায়ী স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এই চট্টগ্রাম থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার মধ্য দিয়ে একটি রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা হয় এবং লাখো শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালে আজকের এই দিনে আমরা স্বাধীনতা অর্জন করি।
মেয়র বলেন, বিজয়ের এই দিনে আমরা স্মরণ করছি সেই লাখো শহীদদের, যাদের জীবনের বিনিময়ে এবং মা-বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। তাদের আত্মত্যাগের ফলেই আমরা পেয়েছি একটি লাল-সবুজের পতাকা এবং ৫৫ হাজার ১২৬ বর্গমাইল আয়তনের একটি স্বাধীন বাংলাদেশ।
তিনি আরও বলেন, মানুষের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় আমাদের এখনো কাজ করে যেতে হচ্ছে। স্বাধীনতাকে ধরে রাখতে হলে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করতে হবে।



















































