সুপ্রভাত ডেস্ক »
মুক্তিযুদ্ধের পরপর ১৯৭২ সালে লতা মঙ্গেশকর ভারতের একটি সাংস্কৃতিক দলের সঙ্গে বাংলাদেশে এসেছিলেন। সে সময় তিনি ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সঙ্গে দেখা করেন।
সাংস্কৃতিক দলটিতে অভিনেত্রী ওয়াহিদা রেহমান, অভিনেতা সুনীল দত্ত ও তার ছেলে সঞ্জয় দত্ত ছিলেন।
মুক্তিযুদ্ধকে স্মরণ করে লতা মঙ্গেশকর তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে সেই স্মৃতি শেয়ার করেছিলেন ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর।
লিখেছিলেন, ‘নমস্কার, ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে আমরা বাংলাদেশে গিয়েছিলাম এবং সুনীল দত্তের (বলিউড অভিনেতা) গ্রুপের সঙ্গে আমরা বেশ কয়েকটি অনুষ্ঠান করেছি। তখন আমরা বিমান বাহিনীর প্লেনে করে যাতায়াত করতাম।’
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে লতা মঙ্গেশকর জনমত গঠন ও মুক্তিযুদ্ধে তহবিল সংগ্রহে ঘুরেছেন ভারতের বিভিন্ন শহরে।
গান গেয়ে যে তহবিল সংগ্রহ করেছিলেন সেই অর্থ ব্যয় করা হয়েছিল বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়া লক্ষাধিক শরণার্থীর জন্য।
লতা মঙ্গেশকর ১৯৭২ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ‘রক্তাক্ত বাংলা’ চলচ্চিত্রে ‘ও দাদাভাই’ গানটি গেয়েছিলেন। গানটির সঙ্গীত পরিচালনা করেছিলেন সলিল চৌধুরী।
সূত্র : ডেইলি স্টার