স্বাধীন বাংলা বেতার শিল্পী সুজিত রায় আর নেই

নিজস্ব প্রতিবেদক »

স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক সংগীতশিল্পী সুজিত রায় আর নেই। তিনি রোববার দিবাগত রাত তিনটার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিলো ৭১ বছর। বিষয়টি নিশ্চিত করেন প্রয়াত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক প্রবাল চৌধুরীর ছোট ছেলে রঞ্জন চৌধুরী।

তিনি জানান, রোববার দিবাগত রাত ২টায় স্বাধীন বাংলা বেতারের সংগীতশিল্পী সুজিত রায় অসুস্থ বোধ করলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রথমে ইমারজেন্সি এবং পরে ওয়ার্ডে তাকে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে মেডিক্যাল সেন্টার হাসপাতালে নেয়া হয় এবং সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, গতকাল সোমবার ভোর ৫টায় তার মরদেহ নিজ বাসভবন চট্টগ্রামের দেওয়ানজী পুকুর পাড়ে নিয়ে আসা হয়। তার শেষকৃত্য সকাল ১১টায় বলুয়ার দীঘি মহাশ্মশানে সম্পন্ন হয়। তার আগে গার্ড অব অনার দেয়া হয়।

মৃত্যুকালে তিনি ১ ছেলে, স্ত্রী, পুত্রবধূ, ৩ ভাই এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সুজিত রায়ের জন্ম ১৯৫২ সালের ১ জানুয়ারি।

সুজিত রায়ের মৃত্যুতে শোক জানিয়ে স্বাধীন বাংলা বেতারের সংগীতশিল্পী জয়ন্তী লালা বলেন, ‘সুজিত আমার বয়সে ছোট হলেও আমার অভিভাবকের মতো ছিলো। ২৬ মার্চের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সে-ই সবকিছু করতো। এখনতো আর কেউ নেই। কিন্তু তার মৃত্যুতে কোনো মন্ত্রী বা রাজনৈতিক নেতারা কোনো শোকবার্তা দেননি। অথচ ঢাকায় স্বাধীন বাংলা বেতারের শিল্পীদের কত সম্মান। এখানে কেউ খবরও রাখেন না।’