সুপ্রভাত ডেস্ক »
সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় স্বাস্থ্য অধিদফতরের আলোচিত সাবেক গাড়িচালক আব্দুল মালেকের পাঁচ বছর এবং তার স্ত্রী নার্গিস বেগমকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে বিশেষ জজ আদালত ৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন।
দুদকের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ রায় দেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
এর আগে, গত ২৩ মার্চ অবৈধ সম্পদ অর্জনের দায়ে আলোচিত সাবেক গাড়িচালক মালেককে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল আদালত। এছাড়া ২০২১ সালে অস্ত্র আইনের মামলায় মালেককে দুটি ধারায় ৩০ বছরের কারাদণ্ড দেন আদালত। করোনার সময় ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি এ দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করে দুদক।