সেনাকুঞ্জে খালেদা জিয়া

সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

সুপ্রভাত ডেস্ক »

ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর মাধ্যমে ছয় বছর পর প্রথমবারের মতো জনসমক্ষে হাজির হলেন তিনি।

অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসা থেকে বের হয়ে অনুষ্ঠানস্থলে আসেন।

এর আগে সর্বশেষ ২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।

খালেদা জিয়া গত কয়েক বছর ধরে লিভার সিরোসিস, হার্ট, ফুসফুস, কিডনি ও চোখের রোগসহ বিভিন্ন রোগে ভুগছেন।

একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার একটি বিশেষ আদালত পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার পর ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসনকে কারাগারে পাঠানো হয়েছিল।

ওই বছরের ৩০ অক্টোবর হাইকোর্ট তার সাজা বাড়িয়ে ১০ বছর করে। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন তিনি।

করোনাভাইরাস মহামারির মধ্যে, বিগত আওয়ামী লীগ সরকার ২০২০ সালের ২৫ মার্চ একটি নির্বাহী আদেশের মাধ্যমে সাময়িকভাবে মুক্তি দেয় খালেদা জিয়াকে। তিনি গুলশানের বাসায় থাকবেন এবং দেশ ছাড়বেন না এই শর্তে তার সাজা স্থগিত করা হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৪৯ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ৬ আগস্ট খালেদা জিয়ার সাজা মওকুফ করেন।