সুপ্রভাত কার্যালয় পরিদর্শনে তথ্য অধিদফতর প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা গত শনিবার (১৭ মে) বিকেলে নগরের জামালখান প্রেসক্লাব ভবনে ‘সুপ্রভাত বাংলাদেশ’ কার্যালয় পরিদর্শন করেন।

তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার এস এম আব্দুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের এ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন পিআইডি চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসান ও তথ্য অফিসার জি এম সাইফুল ইসলাম, পিআইডি ঢাকার প্রশাসনিক কর্মকর্তা মো. সোহরাব হোসেন, মো.আমিনুল ইসলাম এবং আশরাফুল হাসান।

তথ্য অধিদফতর প্রতিনিধিদল সুপ্রভাত কার্যালয় পরিদর্শন শেষে পত্রিকার সভাকক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন।

এ সময় সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ ও প্রধান প্রতিবেদক নিজাম সিদ্দিকী উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে উপপ্রধান তথ্য অফিসার এস এম আব্দুর রহমান সমাজিক ও জাতীয় উন্নয়নে নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি গুজব ও বিভ্রান্তিকর তথ্যের ব্যাপারে গণমাধ্যমের মাধ্যমে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। এ বিষয়ে তিনি তথ্য অধিদফতরের মাধ্যমে গণমাধ্যমগুলোকে সহযোগিতার আশ^াস দেন।

উল্লেখ্য, সরকার অনুমোদিত অনলাইন নিউজ পোর্টালসমূহ সরেজমিনে পরিদর্শনের অংশ হিসেবে তথ্য অধিদফতর প্রতিনিধিদল এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এদিন তারা সুপ্রভাত বাংলাদেশ, দৈনিক পূর্বকোণ, চট্টগ্রাম প্রতিদিনসহ মোট ছয়টি অনলাইন নিউজ পোর্টালের কার্যালয় পরিদর্শন করেন।