নিজস্ব প্রতিবেদক :
জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে গত রবিবার বাদ এশা জানাজা শেষে সুপার গ্রুপের চেয়ারম্যান লুৎফুন্নেসা আহমেদের মরদেহ হযরত গরীবুল্লাহ শাহ (রা.) মাজার কবরস্তানে দাফন করা হয়েছে। মরহুমার জানাজায় স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন ও নগরীর গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের বিপুল সংখ্যক লোক শরীক হন। উল্লেখ্য, বিশিষ্ট শিল্পপতি, এলিট পেইন্ট গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিম আহমদের সহধর্মিনী এবং সুপার গ্রুপের চেয়ারম্যান লুৎফুন্নেসা আহমেদ গত ২৬ আগষ্ট বিকেল সাড়ে ৩ টায় ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ইন্তেকাল করেন।
মহানগর