সুপ্রভাত ডেস্ক »
রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৮। এরপর যুক্তরাষ্ট্র, জাপানসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যেই সুনামির ঢেউ আঁছড়ে পড়তেও শুরু করেছে।
এমন অবস্থায় নিচু স্থানে থাকা মানুষকে উঁচু কোনও স্থানে চলে যেতে বলেছেন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের হনলুলু শহরের মেয়র। পুরো শহরে সুনামি সতর্কতা জারি রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (৩০ জুলাই) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা
হনলুলুর মেয়র রিক ব্ল্যানজিয়ার্ডি জানিয়েছেন, শহরজুড়ে এখন পূর্ণ সুনামি সতর্কতা জারি রয়েছে। এক ব্রিফিংয়ে তিনি বলেছেন, নিচু এলাকায় অবস্থানকারীদের দ্রুত উঁচু জায়গায় চলে যেতে হবে।
এদিকে জাপান ও হাওয়াইয়ের মাঝামাঝি মিডওয়ে অ্যাটল দ্বীপের ওপর দিয়ে ৬ ফুট (১.৮ মিটার) উচ্চতার সুনামি ঢেউ অতিক্রম করেছে বলে জানিয়েছেন হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন। তিনি বলেন, এটি ছিল ঢেউয়ের নিচের অংশ থেকে চূড়া পর্যন্ত উচ্চতা।
তিনি আরও বলেন, “আমরা এখনো একটি বড় ঢেউয়ের আশঙ্কা করছি”। পরিস্থিতি পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত ‘সতর্কতা’ তুলে নেওয়া হবে না বলেও জানান তিনি।
অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, সুনামি ঢেউ এখন হাওয়াইয়ে আঘাত হানছে। তারা বলেছে, “জীবন ও সম্পদ রক্ষায় এখনই জরুরি পদক্ষেপ নেওয়া দরকার”। এই ঝুঁকি কয়েক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলেও সতর্ক করেছে কেন্দ্রটি।
এছাড়া ওয়াহু দ্বীপের হালেইওয়া এলাকায় ৪ ফুট উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে। দ্বীপের জরুরি ব্যবস্থাপনা বিভাগ সর্বশেষ আপডেটে জানিয়েছে, যাদের উপকূলীয় অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, তাদের এখনই ফিরে না যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
তারা বলেছে, সুনামি ঢেউ এখনো হাওয়াই অঙ্গরাজ্যে আঘাত হানছে এবং সুনামি সতর্কতা এখনো বহাল রয়েছে। পুরো উপকূলজুড়ে থাকা সুরক্ষা এলাকা বা ‘ইভাকুয়েশন জোনে’ কেউ যেন না ফেরেন, যতক্ষণ না কর্তৃপক্ষ নিরাপদ বলে ঘোষণা দেয়।



















































