সুপ্রভাত ডেস্ক »
আগামী ১২ নভেম্বর শুক্রবার সিলভার স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’ । চলতি বছরে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আবদুল্লাহ মোহাম্মদ সাদের এই সিনেমা আঁ সার্তেঁ রিগা বিভাগে প্রতিযোগিতা করে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সিনেমা কানে অফিশিয়াল মনোনয়ন পায়। এরপর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ লক্ষ করা যাচ্ছে।
কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর মেলবোর্ন, বুসান, লন্ডন ও হংকংয়ের বিভিন্ন উৎসবে দেখানো হয় ‘রেহানা মরিয়ম নূর’। পাশাপাশি ছবিটি এ বছর একাডেমি অ্যাওয়ার্ডের আন্তর্জাতিক বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
বেসরকারি একটি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে ছবিটির গল্প। তাঁর এক ছাত্রীর হয়ে তিনি এক সহকর্মীর বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন। আজমেরী হক বাঁধন ছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন সাবেরী আলম, কাজী শামী হোসেইন, আফিয়া জাহিন জাইমা, আফিয়া তাবাসসুম বর্ণ প্রমুখ।