নগরীতে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতকল্পে সিএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগে অফিসারদের করণীয় ও বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক ব্রীফিং অনুষ্ঠিত হয়।
গতকাল বেলা ১টায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথের সভাপতিত্বে সিএমপির ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট, টিএসআই, এএসআই (নিঃ) ও এটিএসআইদের ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ কমিশনার সরকারি দায়িত্ব পালনকালে অফিসারদের করনীয় ও বর্জনীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মো. মিলন মাহমুদ ,বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) জয়নুল আবেদিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক- উত্তর) উক্য সিং, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) ছত্রধর ত্রিপুরা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) অলক বিশ্বাস, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) কৃতীমান চাকমাসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
মহানগর