সাফল্য অর্জনের নানান পরিকল্পনা, ক্যারিয়ার ভাবনা আর নিজেকে একধাপ এগিয়ে নেওয়ার আত্মবিশ^াসের খোঁজ জানাতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হলো ‘সফট স্কিলস ফর সাকসেস: হোয়াই ডু দে মেটার’ শীর্ষক ওয়েবিনার। সম্প্রতি অনলাইনে অ্যামেরিকান কর্নার চিটাগং এবং চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড প্ল্যাসমেন্ট কাউন্সিলিং অফিস যৌথভাবে শিক্ষার্থীদের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে রিসোর্স পারসন ছিলেন বিএসআরএম গ্রæপ অব কোম্পানিজের হেড অব প্রকিউরমেন্ট মোহাম্মদ মোশরফ হোসেন। তিনি তার বক্তব্যে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, পাবলিক স্পিকিং, নেতৃত্ব, সামাজিক প্রতিক্রিয়া, যৌক্তিক চিন্তা, সচেতনতা, সময়ের ব্যবহার, চাপ, চ্যালেঞ্জ গ্রহণ, ব্যক্তিত্বসহ জীবনে সাফল্য পাওয়ার একাধিক বিষয় চমৎকারভাবে তুলে ধরেন। অ্যামেরিকান কর্নার চিটাগং এর সহকারী পরিচালক রুমা দাশের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিআইইউর ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড প্ল্যাসমেন্ট কাউন্সিলিং অফিসের ভারপ্রাপ্ত পরিচালক সরকার কামরুল মামুন। বিজ্ঞপ্তি