চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, আমাদের দেশ ঘনবসতিপূর্ণ। এখানে মানুষের ঘনত্ব অনুসারে জমির সংকট রয়েছে। তাই ভবন নির্মাণের ক্ষেত্রে আবাসন ব্যবসায়ীদেরকে জমির সীমাবদ্ধতা অনুসারে সাশ্রয়ীমূল্যে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত শ্রেণির চাহিদা অনুসারে ঊর্ধ্বমুখী ভবন নির্মাণ করতে হবে। এতে করে কৃষি ও আবাদি জমি রক্ষা পেয়ে আবাসন সংকট নিরসন সম্ভব হতে পারে।
তিনি গতকাল মঙ্গলবার সকালে নগরীর টাইগারপাস অফিসে রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সভাপতি আবদুল কৈয়ূম চৌধুরী। এ সময় প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, রিহ্যাবের কো-চেয়ারম্যান মাহবুব সোবাহান জালাল তানভীর, সদস্য নাজিম উদ্দিন, মোর্শেদুল হাসান, আব্দুল গাফফার নিয়াজি, মিজানুর রহমান, শারি বিনতে নূর প্রমুখ উপস্থিত ছিলেন ।
মেয়র আরো বলেন, বাংলাদেশের অর্থনীতির সমৃদ্ধির গুরুত্ব বিবেচনায় বর্তমান সরকার চট্টগ্রামের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। যার মধ্যে কর্ণফুলীর তলদেশে ট্যানেল নির্মাণ, মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক জোন, ঘুমধুম পর্যন্ত রেললাইন ও সড়ক সম্প্রসারণ, মহেশখালীর মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর নির্মাণকাজ বাস্তবায়িত হতে যাচ্ছে। এতে করে চট্টগ্রাম নগরী ওয়ান সিটি টু টাউনে পরিণত হবে। সে লক্ষ্যকে সামনে রেখে আবাসনের ক্ষেত্রে রিহ্যাব ও আমাদেরকে পরিকল্পনাগুলো গ্রহণ করতে হবে।
রিহ্যাব সভাপতি আবদুল কৈয়ূম চৌধুরী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী আবাসন ব্যবসার ক্ষেত্রে রিহ্যাবের সদস্যপদ ও সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স নেয়া বাধ্যতামূলক। কিন্তু অনেক ব্যবসায়ী এই নিয়মনীতি আইনের আওতার বাইরে থেকে ব্যবসা পরিচালনা করছেন। করপোরেশন যাতে এই ধরনের অবৈধ প্রতিষ্ঠান ও ব্যবসায়ীকে নতুন করে ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়ন না করে সে ব্যাপারে মেয়রের কাছে অনুরোধ জানান। তারা সিটি করপোরেশনের উন্নয়ন কমিটিতে একজন রিহ্যাব প্রতিনিধি অন্তর্ভুক্তি, রিহ্যাবের সদস্যদের সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিষয়গুলো অনুমোদনের ক্ষেত্রে ওয়ান স্টপ সাভিস চালু, প্রকল্পের নির্মাণাধীন মাটি ও বর্জ্য অপসারণে চসিকের পক্ষ থেকে নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেয়ার এবং দিনের বেলায় প্রকল্পের মালামাল পৌঁছাতে অনুমতি প্রদানের অনুরোধ জানান। মেয়র তাদের প্রস্তাবনা শুনে বলেন, চসিকের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব তা করা হবে। বিজ্ঞপ্তি