সার কারখানা কাফকোতে করোনার হানা

আনোয়ারায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৩ জনে

 

নিজস্ব প্রতিনিধি, আনোয়ারা:

আনোয়ারার সার কারখানা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাফকোতে করোনার হানা। আবারো নতুন করে আক্রান্ত হলেন ৫ জন। এর ২ দিনের রিপোর্টে কাফকোতে ১১ জন কর্মকর্তা আক্রান্ত হয়। আনোয়ারার বাসিন্দা ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মী ও এক কলেজ অধ্যক্ষসহ নতুন করে আরও ১১ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ এসেছে। এ নিয়ে উপজেলায় আক্রানেত্মর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ জনে।

উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স ও থানা সূত্রে জানা গেছে, গত ১১ জুন করোনা নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিশেষায়িত হাসপাতাল ফৌজদারহাট বিআইটিআইডির ল্যাবে পাঠানো হলে সোমবার রাতে এসব পরীড়্গার ফলাফলে ১১ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তরা হলেন আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কর্মকর্তা ৫জন, বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার বাসিন্দা একজন, হাইলধর ইউনিয়নের খাসখামা এলাকার এক নারী, বারখাইন ইউনিয়নের তরম্নণী ও শোলকাটা এলাকার বাসিন্দার একজন। আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্যকর্মী চট্টগ্রাম শহরে সিএমপি চাঁদগাঁও শমশের পাড়া হাসপাতালের আইসোলেশনে ও কলেজ অধ্যক্ষ শহরের বাসায় রয়েছে। বাকিরা নিজ-নিজ বাসা বাড়িতে হোম কোয়ারেন্টিনে রয়েছে।

সার কারখানা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)তে দিনদিন বেড়েই চলছে করোনা আক্রানেত্মর সংখ্যা। গত সপ্তাহে কাফকো হাউজিং গেইটে কর্মরত আনসার সদস্য আক্রান্ত হওয়ার পর গত ১৩ জুন ৬ জন ও ১৫ জুন ৫ জনসহ ১১ জন কর্মকর্তা আক্রান্ত হয়। আক্রান্তদের সাথে কথা বলে জানা যায়, তাদের ধারণা হাউজিং গেইটে কর্মরত আনসার সদস্য অথবা কারখানায় কাজ করার সময় আক্রান্ত কারো সংস্পর্শের কারণে আক্রানেত্মর সংখ্যা বাড়ছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, চট্টগ্রাম সিভিল সার্জনের তথ্যমতে আনোয়ারা উপজেলা রেড জোনে পড়লেও লকডাউন করার সরকারি কোন নির্দেশনা আসেনি। তিনি আরো বলেন,  আনোয়ারায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের ১জন চট্টগ্রাম শহরে আইসোলেশনে ও ১জন বাসার হোম  কোয়ারেন্টিনে রয়েছে। আনোয়ারার বসবাসরতদের শারীরিক অবস’া ভাল থাকায় চিকিৎসকের পরামর্শে তারা হোম কোয়ারেন্টিনেই রয়েছে। পুলিশ সার্বক্ষণিক তাদের নজর রাখছে বলেও জানান ওসি।