সামাজিক দূরত্ব বজায় রাখার উপর গুরুত্বারোপ

এডাব ও উৎসের সভা

এসোসিয়েশন অব ডেভেলাপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) এর সহায়তায় ইউনাইট্ থিয়েটার ফর সোশাল অ্যাক্শন্ (উৎস) এর আয়োজনে করোনাভাইরাস মোকাবেলায় ‘সাপোর্টিং এ্যাংগেজমেন্ট অফ দা সিভিল সোসাইটি ফর কোভিড -১৯ রেসপন্স এক্টিভিটিস’ প্রকল্পের আওতায় সমাজের ধর্মীয়, সামাজিক, শিক্ষক, যুব, ছাত্রপ্রতিনিধি ও নেতৃবৃন্দের সাথে সচেতনতামূলক সভা ৮ মে উত্তর কাট্টলীর নিউ মনসুরাবাদের সবুজছায়া বিদ্যানিকেতনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উৎসের কোভিড রেসপন্স প্রোগ্রামের ফোকাল পারসন মো. আবুল হাসেম খানের সঞ্চালনায় পরিচালিত এবং নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসন – ৪ ৯, ১০ এবং ১৩ নম্বর ওয়ার্ড) এর কাউন্সিলর তসলিমা নূরজাহান (রুবি)। বিশেষ অতিথি ছিলেন এডাব এর পরিচালক এ.কে.এম জসিম উদ্দিন, আকবর শাহ্ থানা আওয়ামী লীগের সাংগঠনিকসম্পাদক লোকমান আলী ইউসুফ, নিউ মনসুরাবাদ সমাজ কল্যাণ কমিটির সাধারণ সম্পাদক মো. হায়দার আলী, নিউ মনসুরাবাদ জামে মসজিদ এরখতিব মোহাম্মদ ছদরউদ্দীন, জানার খিল জামে মসজিদ এর খতিব মো. তৌহিদুল আলম। বক্তব্য রাখেন কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মামুনুল ইসলাম, সংস্কৃতিকর্মী মো. নজরুল ইসলাম তুহীন প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এডাব চট্টগ্রাম অঞ্চলের প্রকল্প কর্মকর্তা মো. ফোরকান, উৎস’র কর্মকর্তা মো. সুমন সরকার, মো. নাসির ও সুলতান।
বক্তারা করোনা মহামারী প্রতিরোধে মাস্ক ব্যবহার করা, বারবার সাবান দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা এই ৩ টি নিয়ম যথাযথভাবে পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অসচেতন জনসাধারণকে সচেতন করে গড়ে তোলার জন্য উপস্থিত সকলের প্রতি বিশেষ আহ্বান জানান বক্তারা। বিজ্ঞপ্তি