সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে তল্লাশি, আটক ৭

সুপ্রভাত ডেস্ক »

গোপন মিটিংয়ের খবরে নগরের পাচঁলাইশ থানার ২ নম্বর গেইট এলাকার চশমাহিলে সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে অভিযান শুরু হয়। অভিযানে ওই বাড়ি থেকে ৭ জনকে আটক করা হয়। সাবেক শিক্ষামন্ত্রী নওফেল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চসিকের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর পরিবারের মালিকানাধীন একটি রেস্টুরেন্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বন্ধ রয়েছে। তবে ওই রেস্টুরেন্টের কর্মীরা অনলাইন ডেলিভারির মাধ্যমে খাবার সরবরাহ করতেন। বর্তমানে নওফেল ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায়, ওই কর্মীরাই বাসাটি পাহারা দিতেন এবং সেখান থেকেই অনলাইন অর্ডারের খাবার সরবরাহ করা হচ্ছিল।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান সাংবাদিকদের জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন সদস্য ওই বাসায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় এবং সাতজনকে আটক করে। তদন্ত ও যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে