আশির দশকের ছাত্র নেতা, চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জাফর আহমেদ গতকাল সকাল ৫টা ৩০ মিনিটে বদরপট্টির নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)।
গতকাল বাদ যোহর লালদীঘির ময়দানে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাতে সাতকানিয়া উপজেলায় এওচিয়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, মেয়র এম. রেজাউল করিম চৌধুরী, সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ. সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহের হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নাগরিক স্বার্থ সংরক্ষণ ও মানবাধিকার পরিষদের আহ্বায়ক মুহাম্মদ আবদুস সবুর, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ গোলাম সরওয়ার জহির, অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, সুবেদার কামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। বিবৃতিতে তারা মরহুম জননেতা জাফর আহমদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিজ্ঞপ্তি