চট্টগ্রাম সিটি করপোরেশনকে করোনা মোকাবেলায় সুরক্ষা সামগ্রী হিসেবে ২২ শত মাস্ক ও ২২০ পিস হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট।
এসব সুরক্ষা সামগ্রী বহদ্দারহাট কাঁচাবাজারের ব্যবসায়ী ও বাজারে আসা ক্রেতা সাধারণদের মাঝে বিতরণ করা হবে। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে তার বাসভবনে রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট’র নেতৃবৃন্দ সাক্ষাত করে এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।
সুরক্ষা সামগ্রী গ্রহণকালে মেয়র বলেন, বৈশ্বিক মহামারিতে বিশ্ব আজ বিপর্যস্ত। চসিকের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক টিম গঠন করে ৪১টি ওয়ার্ডে করোনা সচেতনতায় কর্মসূচি নিয়েছি। পাশাপাশি প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ বিতরণ কার্যক্রমও অব্যাহত রাখা হয়েছে। এখন যা প্রয়োজন তা হলো সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ মেনে চলা।
তিনি বলেন, জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। পাশাপাশি দ্রুত রেজিস্ট্রেশন করে করোনার টিকা নিয়ে নিতে হবে। তিনি বলেন, সাবধানতা অবলম্বনই পারে করোনা থেকে সুরক্ষা দিতে।
এ সময় কাউন্সিলর মো. এসারারুল হক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারি আবদুল জব্বার, সহ-পরিচালক মো. ইয়াহিয়া বখতিয়ার, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সাংগঠনিক বিভাগীয় প্রধান তানভীর আহমেদ চৌধুরী মাহিন, ইশতাকুল ইসলাম চৌধুরী, বহদ্দারহাট কাঁচাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. জানে আলম, সাধারণ সম্পাদক বদিউল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি
সাবধানতাই পারে করোনা থেকে সুরক্ষা দিতে
চসিককে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান রেড ক্রিসেন্ট সোসাইটির