সাধারণ মানুষের জন্য রাজনীতিতে এসেছি: সাঈদ আল নোমান

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রাম-১০ আসনের বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান বলেছেন, আপনারা অনুমতি দিলে আমি সাধারণ মানুষের সাথে থাকতে পারবো, হাত মিলাতে পারবো, তাদের নিয়ে কাজ করতে পারবো। আমি রাজনীতিতে এসেছি সাধারণ মানুষের জন্য। যেন সাধারণ মানুষের সাথে আমার দেখা হয়, কথা হয় এবং মোলাকাত করতে পারি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নগরের খুলশী এলাকা থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন।

প্রচারণার আগে তিনি গরীবুল্লাহর মাজার জেয়ারত করেন এবং সাধারণ মানুষের সঙ্গে সংযোগ বাড়ানোর জন্য তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।