সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রামের সাতকানিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো দায়ের কোপে নুরুল কবির (৩৫) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নুরুল কবির ওই এলাকার মৃত আমির আলীর ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক। নুরুল কবির পেশায় টমটম চালক বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার বিকেলে সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছড়ারকুল সুয়ার বাপের বাড়ি এলাকায় জায়গা নিয়ে নুরুল কবিরের পরিবারের লোকজনের সঙ্গে প্রতিপক্ষের মারামারি ঘটনা ঘটে। এতে মাথায় গুরুতর আঘাত পান নুরুল কবির। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একই ঘটনায় আহত জানে আলম (৩০), মো. আলম (২৫), মো. আবছার (৩৫) ও মমতাজ বেগমসহ (৫৫) কয়েকজন।
স্থানীয়রা জানান, এওচিয়া ইউনিয়ন এলাকার বাসিন্দা আব্দুল মজিদ ও তার ছেলেরা একটি বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে গেলে বিরোধের সৃষ্টি হয়। এ সময় কবিরদের ব্যবহৃত টয়লেট ভেঙে সেখানে নির্মাণসামগ্রী রাখেন তারা। এ ঘটনায় নুরুল কবির ৩১ আগস্ট থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলও পরিদর্শন করে।
শনিবার বিকেলে পুনরায় দেয়াল নির্মাণের সময় নুরুল কবিরদের চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে আব্দুল মজিদ ও তার ছেলেরা ধারালো দা দিয়ে নুরুল কবিরকে কুপিয়ে গুরুতর আহত করেন। তাকে বাঁচাতে গেলে পরিবারের অন্য সদস্যেরাও আহত হন।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত বলেন, জায়গা জমির বিরোধের জেরে নুরুল কবির নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।