সাগরপথে হজযাত্রী প্রেরণ করা সময়ের দাবি

ধর্ম উপদেষ্টার সাথে হজযাত্রী কল্যাণ পরিষদের মতবিনিময়

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে হজ্বযাত্রী কল্যাণ পরিষদ নেতৃবৃন্দের মত বিনিময়

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে পাহাড়তলী হাজী ক্যাম্পে মতবিনিময় করেন ২২ আগস্ট বেলা ১২ টায় হজযাত্রী কল্যাণ পরিষদ । পরিষদের পক্ষে নেতৃত্ব দেন মহাসচিব অধ্যক্ষ ডা. আবদুল করিম। সাথে আরও ছিলেন সহ-সভাপতি প্রফেসর ড. এ.কে.এম সাইফুদ্দীন, যুগ্ম-মহাসচিব সালেহ আহমেদ সুলেমান, অর্থ-সচিব আবু মুহাম্মদ নুরুল ইসলাম, দপ্তর সচিব অধ্যক্ষ ডা. মো. নুরুল আমিন, নির্বাহী সদস্য এডভোকেট মুহাম্মদ ইলিয়াস।
অন্যদিকে ধর্ম বিষয়ক উপদেষ্টাকে সহায়তা করেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মুহাম্মদ আবু আহসান।
হজযাত্রী কল্যাণ পরিষদ চট্টগ্রাম বন্দর দিয়ে সাগরপথে হজযাত্রী প্রেরণ এবং পাহাড়তলী হাজী ক্যাম্পকে চট্টগ্রাম বিভাগীয় হজ অফিস হিসেবে চালু করা নিয়ে, সাথে হজযাত্রীর বিমান ভাড়া কমানো নিয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। আরও বলেন, হজযাত্রী কল্যাণ পরিষদ দীর্ঘ প্রায় ১ যুগ যাবত এই বিষয় নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আমলাতন্ত্র জটিলতায় তা বারে বারে বাধাগ্রস্থ হচ্ছে। ধর্ম বিষয়ক উপদেষ্টা বিষয়গুলির গুরুত্ব অনুধাবন করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। বিজ্ঞপ্তি