সুপ্রভাত ডেস্ক »
সরকারের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা আন্দোলনকারীদের নেই বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক।
ফেসবুক পোস্টের মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসবেন না বলে জানিয়েছেন অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।
দেশে পরিস্থিতি স্বাভাবিক করতে আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনায় বসতে আওয়ামী লীগের তিন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে—এমন খবরের প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ বলেন, ‘এ বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন, বিশেষত সাংবাদিক বন্ধুগণ। খুনি সরকারের সাথেই কোনো প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই, সেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে আলোচনার প্রশ্নই উঠে না।‘
তিনি আরও লেখেন, ‘তাদের সাথে আলোচনার কোনো পরিকল্পনা আমাদের নেই। আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট, তাদের কোনো বক্তব্য থাকলে দেশবাসীর সামনেই মিডিয়া মারফত তা রাখতে পারেন। আন্দোলনরত ছাত্র–জনতার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত।
‘গুলি আর সন্ত্রাসের সাথে কোনো সংলাপ হয় না।‘
উল্লেখ্য, আওয়ামী লীগের উচ্চপদস্থ সূত্রে জানা যায়, গতকাল (২ আগস্ট) রাতে গণভবনে বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনার দায়িত্ব দেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি ও আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।