নিজস্ব প্রতিনিধি, মিরসরাই »
মিরসরাইয়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উত্তাল সমুদ্রে বালু তোলার একটি ড্রেজার ডুবে ৮ শ্রমিক নিখোঁজ হন। সোমবার রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের উপকূলে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের ৩ নম্বর জেটি এলাকার পশ্চিমে সন্দ্বীপ চ্যানেলে এ ড্রেজার ডুবির ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিকরা হলেন মাহমুদ মোল্লা (৩০), ইমাম মোল্লা (৩২) শাহীন মোল্লা ( ৩৮), তারেক, আল আমিন (২১) ও বাশার। তবে অন্য দুজনের নাম জানা যায়নি। দুর্ঘটনার পর মো. সালাম নামের এক শ্রমিক ড্রেজারটি থেকে বেঁচে ফিরেছেন। ৮ শ্রমিক নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান।
এদিকে উত্তাল সাগরে ডুবে যাওয়া ড্রেজারে থাকা নিখোঁজ ৮ শ্রমিককে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস। সন্ধ্যা ৬টায় উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়। আজ বুধবার সকাল থেকে আবার অভিযান শুরু করা হবে।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান বলেন, আমরা এখনও (মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত) কোনো শ্রমিককে উদ্ধার করতে পারিনি। ধারণা করা হচ্ছে, নিখোঁজ সব শ্রমিকই মারা গেছেন। তাদের মরদেহগুলো ড্রেজারের মধ্যে বালি চাপা পড়ে থাকতে পারে। উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, সন্ধ্যা ৬টার পর ডুবুরি দলের উদ্ধারকাজ সাময়িক বন্ধ রাখা হয়েছে। বুধবার সকাল থেকে যথারীতি উদ্ধার অভিযান আবার শুরু করা হবে। মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ডুবে যাওয়া ড্রেজারটি টাগবোট দিয়ে তীরে ভেড়ানোর চেষ্টা করছেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ভাবে তীব্র বাতাস ও ঢেউ উত্তাল ছিল বঙ্গপোসাগর। উত্তাল সাগরে সোমবার রাতে মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নিয়োগ দেয়া সৈকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সৈকত-২ নামের একটি ড্রেজার উপকূলীয় সন্দ্বীপ চ্যানেলে ডুবে যায়। ডুবে যাওয়ার সময় ড্রেজারটিতে ৯ শ্রমিক ছিল। তবে নয় জনের মধ্যে সালাম নামে একজন সাঁতরে বেঁচে ফিরলেও বাকি ৮ শ্রমিক আটকা পড়ে। পরে অন্য শ্রমিকরা আরেকটি নৌকা নিয়ে কয়েকবার গিয়ে ডুবে যাওয়া ড্রেজারে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়।
জানতে চাইলে সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বসুন্ধরা ৩ নম্বর জেটির পশ্চিমে সমুদ্রে একটি ড্রেজার ডুবে ৮ শ্রমিক নিখোঁজ হয়েছে বলে জানতে পেরেছে। তবে এখনো কাউকে উদ্ধার করা যায়নি।
ড্রেজার ম্যানেজার রেজাউল করিম জানান, ঘটনাস্থলে আরও ৬টি ড্রেজার রাখা ছিল। সতর্কতা সংকেত পেয়ে অন্য সব শ্রমিক নিরাপদ স্থানে চলে গেলেও দুর্ঘটনায় পতিত ড্রেজারের ৮ শ্রমিক আসেননি। বালু উত্তোলনকারী ওই শ্রমিকরা দিন-রাত ড্রেজারেই থাকেন। সেখানে খাওয়া-দাওয়া ও ঘুমের ব্যবস্থা রয়েছে।