সিভাসুর কক্সবাজারস্থ মেরিন রিসার্চ হ্যাচারির উদ্বোধন
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) কক্সবাজারস্থ কোস্টাল বায়োডাইভার্সিটি, মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসার্চ সেন্টারে গতকাল শনিবার ‘মেরিন রিসার্চ হ্যাচারি’র উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, সিভাসু’র ফিশারিজ অনুষদের ডিন ও উক্ত গবেষণা কেন্দ্রের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, সিভাসু’র ওয়ান হেল্থ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. শারমীন চৌধুরী, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. ওমর ফারুক মিয়াজী, প্রক্টর তাসনিম ইমাম প্রমুখ।
গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুুষ্ঠিত মেরিন রিসার্চ হ্যাচারি’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমুদ্রে সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করেছেন। দক্ষ জনসম্পদ ছাড়া সমুদ্রের অমিত সম্ভাবনাকে কাজে লাগানো যাবে না। সমুদ্র সম্পদকে কাজে লাগাতে এবং এই সম্পদকে টেকসই করতে নানাভাবে চেষ্টা করছি। সমুদ্রের বহুকিছু আমাদের কাজে লাগবে। আর সমুদ্রের এই সম্পদকে কাজে লাগানোর জন্য দক্ষ জনবলের পাশাপাশি গবেষণাও প্রয়োজন।’
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের সময়ে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নত হয়েছে। শুধু শিক্ষাক্ষেত্রে নয়, অন্যান্য সকল সূচকে দেশ এগিয়েছে। তবে শিক্ষাক্ষেত্রে অর্জন অনেক।
তিনি বলেন, ‘যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষানীতিতে কিছু পরিবর্তন, পরিমার্জনে কাজ করছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য স্বাধীন দেশের উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। যেখানে শিক্ষার্থীরা স্বাধীনভাবে চিন্তা করতে শিখবে। বিজ্ঞানমনস্ক হবে এবং মুখস্থ নির্ভর হবে না। শিক্ষাটা যাতে আনন্দময় হয় সেটাই চাই।’
মেরিন রিসার্চ প্রসঙ্গে দীপু মনি বলেন, যেকোনো সম্পদ আহরণের ক্ষেত্রে দক্ষ জনশক্তির বিকল্প নেই। তাই সমুদ্রের সম্পদ আহরণের জন্যও আমাদের দক্ষ জনশক্তি গড়ে তোলা প্রয়োজন। সমুদ্রসম্পদ আহরণে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সিভাসু’র এই গবেষণা কেন্দ্র ও মেরিন রিসার্চ হ্যাচারি কার্যকর ভূমিকা পালন করবে বলে বিশ^াস।
বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারবাসীকে অনেক কিছু দিয়েছেন। আর কিছু চাওয়ার নাই। শুধুমাত্র একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় চাই। কারণ সবক্ষেত্রে এগিয়ে থাকলেও শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছি।’
গবেষণা কেন্দ্রের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিভাসু’র একুশে পদকপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।
উল্লেখ্য, বঙ্গোপসাগরের নোনা পানি ব্যবহার করে ভেটকি (কোরাল) ও ভেটকির মতো অন্যান্য বাণিজ্যিক গুরুত্বসম্পন্ন সামুদ্রিক মাছের কৃত্রিম প্রজননের স্বপ্ন নিয়ে ‘মেরিন রিসার্চ হ্যাচারি’ স্থাপন করা হয়েছে। মালয়েশিয়ান কারিগরি প্রযুক্তিতে তৈরি এই হ্যাচারিতে তেলাপিয়া-পাঙ্গাসের মতো ভেটকি ও অন্যান্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছের উৎপাদন শুরু করতে পারলে তা বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং দেশের মৎস্য ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হবে। বিজ্ঞপ্তি
।