সুপ্রভাত ডেস্ক »
বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, প্রতিটি ধর্মই শান্তি ও সম্প্রীতির শিক্ষা দেয়। সমগ্র বিশ্বের সব মানুষ তাদের নিজ নিজ ধর্মের আজ্ঞানুবর্তী হয়ে সুখী হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র পুনর্গঠনে যে ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব দিয়েছেন তা বাস্তবায়িত হলে সব ধর্মের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে।
সোমবার (১৯ মে) দুপুর ১২টায় নন্দনকানন শ্রীশ্রী তুলসীধামে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ১২২তম আবির্ভাব উৎসব উপলক্ষে ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ দেবদীপ পুরী মহারাজের পৌরহিত্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মীর হেলাল তুলসীধামে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান শ্রীশ্রী তুলসীধাম পরিচালনা কমিটি ও অদ্বৈত-অচ্যুত মিশনের কর্মকর্তারা। এসময় তাঁকে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের বিভিন্ন গ্রন্থ ও ছবি উপহার দেওয়া হয়। তিনি তুলসীধাম ও অদ্বৈত-অচ্যুত মিশনের বিভিন্ন মানবসেবামূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন।
এসময় উপস্থিত ছিলেন তুলসীধাম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক স্থপতি প্রণত মিত্র চৌধুরী, অদ্বৈত-অচ্যুত মিশনের সাধারণ সম্পাদক হিরন্ময় ধর, ডা. মনোজ চৌধুরী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য রাজিব জাফর চৌধুরী, আমিনুল ইসলাম, উত্তর জেলা জাসাসের সভাপতি সাইফুল ইসলাম টুটুল, দীপক বণিক, বিধান ধর, চন্দ্রনাথ পাল, অ্যাডভোকেট সুজন কান্তি দে, সুজিত হাজারী, রিমেন চৌধুরী, প্রদর্শন দেবনাথ, অ্যাডভোকেট মধুসূদন দাশ, ডা. অপূর্ব ধর, ডা. বিবরণ দাশ, শ্যামল সুশীল, সুলাল ধর, মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, মহানগর যুবদল নেতা মো. রাজু, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান আলম প্রমুখ।