শোকসভায় বক্তারা
বাংলা চলচ্চিত্রের গুণী অভিনেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ও খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটিএম শামসুজ্জামানের শ্রদ্ধাঞ্জলি শোকসভায় প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রাক্তন প্রশাসক খোরশেদ আলম সুজন ভার্চুয়াল বক্তব্যে বলেন, বাংলা সিনেমা ও নাটকে সৃষ্টিশীল মৌলিক ধারার সফল অভিনেতা ছিলেন এটিএম শামসুজ্জামান। সারাজীবন তিনি খল চরিত্রে অভিনেতা হিসেবে পরিচিত হলেও বাস্তব জীবনে এটিএম শামসুজ্জামান ছিলেন ধর্মভীরু ও একজন সৎ মানুষ। প্রকৃত দেশপ্রেমিক হিসেবে তার অনুপম চরিত্র অতুলনীয়।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে তাঁর অবদান অনস্বীকার্য। বিশেষ অতিথির বক্তব্যে চবি’র শিক্ষক প্রফেসর ড. সেকান্দর চৌধুরী বলেন, জীবনদশায় অভিনয় করতে গিয়ে এটিএম শামসুজ্জামান একাধিক মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা বানিয়েছেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি চিত্রনায়ক পঙ্কজ বৈদ্য সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ, শ্রম সম্পাদক মো. খোরশেদ আলম, অধ্যাপিকা রেখা আলম চৌধুরী, বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, শিল্পী সনজীত আচার্য্য, অভিনেতা এস. এ. রহিম, ফারুক হাসান, আলী আহমেদ শাহিন, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, মাওলানা মহিউদ্দিন আল কাদেরী, মোহাম্মদ ওসমান গণি, মাছুমা কামাল আঁখি, রিমন মুহুরী, কাজী আইয়ুব, একেএম মুজিবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি



















































