সপ্তাহে হাজারাধিক পরিবারকে ত্রাণ দিলো বিদ্যানন্দ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি »

গেলো সপ্তাহের বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ি জেলার সদর, দীঘিনালার মেরুং, মহালছড়ি উপজেলার ক্ষতিগ্রস্ত হাজারের অধিক পরিবারকে ত্রাণসামগ্রী প্রদান করেছে, বিদ্যানন্দ ফাউন্ডেশন। পাশাপাশি অপেক্ষাকৃত বেশি ক্ষতিগ্রস্ত জেলা সদরের ১০টি পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়া হবে। খাগড়াছড়ি সদরের গঞ্জপাড়া, শান্তিনগর, মুসলিমপাড়া বটতলী, মেহেদীবাগ ও ঠাকুরছড়া। দীঘিনালা উপজেলার মেরুং, জামতলী, বেতছড়ি, বাচা মেরুং এবং চোংড়াছড়িতে ত্রাণ বিতরণ করা হয়।
এরমধ্যে খাগড়াছড়ি সদরের আওতাধীন এলাকায় ৪’শ ৫০ পরিবারেকে ত্রাণ সামগ্রী ও দীঘিনালায় ৪’শ ৫০ পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়।
বিদ্যানন্দ ফাউন্ডেশন’র চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক মোবারক হোসেন জানান, গত মঙ্গলবার থেকেই আমরা খাগড়াছড়ি সদরের বটতলী এলাকা দিয়ে ত্রাণ তৎপরতা শুরু করি।
আমরা ইতিমধ্যে মধ্যে আমরা ৪’শ ৫০ পরিবারকে ত্রাণ প্যাকেজ হিসেবে প্রতি পরিবারকে ৬/৭ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবণ, ১২টি ডিম, বড়ো এক প্যাকেট বিস্কুট, পাঁচ প্যাকেট সেলাইন এসব বিতরণ করা হয়।
আর বাকি ৪’শ ৫০ পরিবারকে শুকনো খাদ্য সহায়তা হিসেবে প্রতি পরিবারকে এক কেজি মুড়ি, এক কেজি চিড়া, আধা কেজি গুড়, বড়ো এক প্যাকেট বিস্কুট, সেনিটারি ন্যাপকিন দুটি ও সেলাইন দেয়া হয়।
এদিকে খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ টি পরিবারকে পুনর্বাসনের অংশ হিসেবে গৃহনির্মাণ সামগ্রী হিসেবে উন্নতমানের ঢেউ টিন (ইন্ড্রাস্ট্রিয়াল শিট) বিতরণ করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। প্রতিটি পরিবারকে ১২টি করে ঢেউটিন প্রদান করা হয়।
২৬ আগস্ট দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের গোলাবাড়ী ইউনিয়নের জিরো মাইলস্থ আর্মি ক্যাম্পে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল।
বিতরণকালে খাগড়াছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. সিদ্দিকুল ইসলাম, উপজাতীয় শরণার্থী ও উদ্বাস্তু বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল হক, জোনের টুআইসি মেজর সিদ্দিক, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, বিদ্যানন্দ ফাউন্ডেশনের মোবারক বাবু, খাগড়াছড়ি জেলা রোভার-র সা. সম্পাদক মো. দুলাল হোসেন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন’র কোষাধ্যক্ষ নুরুচ্ছাফা মানিকসহ সাংবাদিক ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।