চবি সংবাদদাতা :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও তার পরিবারের ৭ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। পরিবারের বাকি সদস্যদের মধ্যে রয়েছেন তাঁর কন্যা, নাতি-নাতনি এবং ২ জন কেয়ারটেকার।
শনিবার রাত নয়টায় বিষয়টি সুপ্রভাতকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান।
তিনি বলেন, “উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার তাঁর পরিবারের পাঁচ সদস্য ও ২ জন কেয়ারটেকারসহ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে নিজ বাংলোতে অবস্থান করছেন এবং সেখান থেকেই ডাক্তারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন বলেও জানান তিনি।”
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির শুরু থেকেই বিভিন্ন সময় ত্রাণ বিতরণসহ করোনা প্রতিরোধে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করে আসছিলেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
এ মুহূর্তের সংবাদ