ইলিয়াস কামাল বাবু, সন্দ্বীপ প্রতিনিধি »
চট্টগ্রামের- ৩ আসনটি সন্দ্বীপ উপজেলার। এ আসনের বর্তমান এমপি মাহফুজুর রহমান মিতা। তিনি ১৪ ও ১৮ দু ’ বারের এমপি। তার হাত ধরে সন্দ্বীপে সাব মেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রিডের বিদ্যুৎ আনয়ন, উপকূলীয় ব্লক বেড়ি বাঁধ নির্মাণ, দেলোয়ার খাঁ সড়ক পাকা করন, কুমিরা-গুপ্তছড়া নৌ- রুটের দু পাশে জেটি নির্মাণ, ফায়ার বিগ্রেড স্টেশন, বিভিন্ন স্থাপনার অবকাঠামোগত উন্নয়নসহ অন্যন্য নানা কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈতরণী পার হতে তিনিও আছেন চট্টগ্রামের -৩ সন্দ্বীপ আসন হতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মাঝি হতে। মাহফুজুর রহমান মিতা সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি সদস্য।
বসে নেই নৌকার মাঝি হতে অন্যান্য আগ্রহী প্রাথীরাও। তারা বিভিন্ন কর্মসূচি ও কর্মকা-ের মধ্য দিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।
এরা হলেন ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্র সংসদের এক সময়ের ভিপি, উপজেলা আওয়ামী লীগের সদস্য, ২০০৮ এর জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পাওয়া স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, সন্দ্বীপ সরকারি হাজী এবি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, সন্দ্বীপ পৌর সভার দু’বার নির্বাচিত সাবেক মেয়র, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সাবেক সদস্য, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো.জাফর উল্যাহ টিটু, সন্দ্বীপ মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের ৩ বার নির্বাচিত চেয়ারম্যান,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি লায়ন মিজানুর রহমান মিজান, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সাবেক সদস্য,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক সন্দ্বীপ এ.কে.এম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক আবদুল কাদের মিয়া, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের দু:সময়ের আহবায়ক, বাংলাদেশ হ্যান্ডিক্রাফ্ট শিল্প গ্রুপের চেয়ারপারসন বিশিষ্ট শিল্পপতি সেলিম উদ্দিন হায়দার, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু)এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের এক সময়ের আপ্যায়ন সম্পাদক নুরুল আকতার।
ইতোমধ্যে সকল আগ্রহী প্রাথীরা ভোটারদের দৃষ্টি আকর্ষণের প্রচেষ্টায় আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়ন ও অগ্রগতির চিত্র জনসমক্ষে তুলে ধরার প্রয়াসে দলীয় নেতা – কর্মী – সমর্থকদের নিয়ে উঠান বৈঠক করছেন, ইউপি কার্যালয়ে মতবিনিময় সভা করছেন, বিভিন্ন হাট-বাজারে গণসংযোগ ছাড়াও মোটর সাইকেল শোডাউন ও বিশাল গণমিছিলও করেছেন।
এতো কিছুর পরে অবশেষ সন্দ্বীপে নৌকার হাল কে ধরবেন সে অপেক্ষাতেই রয়েছেন সন্দ্বীপের আওয়ামী সমর্থকরা।