জাতীয় সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সন্দীপনা কেন্দ্রীয় সংসদের সঙ্গীত, নাটক, আবৃত্তি, চারুকলা ও লোককলা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত মুজিববর্ষের ‘মুক্ত সংলাপ’ অনুষ্ঠান ১৬ মার্চ সকাল সাড়ে ১০টায় সংগঠনের দোস্তবিল্ডিং মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের দু’দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক ভাস্কর ডি.কে দাশ মামুন। সন্দীপনার কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ শেখ এ রাজ্জাক রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপ পর্বে অংশ নেন- রাজনীতিবিদ সুযশময় চৌধুরী, সন্দীপনার পৃষ্টপোষক পরিষদের চেয়ারম্যান উজ্জ্বল কান্তি বড়–য়া, মুকুল সিকদার, প্রকৌশলী সঞ্চয় কুমার দাশ, তাজুল ইসলাম রাজু, নিবেদিতা আচার্য, মো. রাকিব, সংগঠক মোস্তাফিজুর রহমান মানিক, মওলানা ইসমাঈল মঞ্জুর আশরাফী, হারুনুর রশিদ, পলাশ কুমার নাথ প্রমুখ। বিজ্ঞপ্তি
অনুষ্ঠানের শেষ পর্বে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে রচিত সঙ্গীত পরিবেশন করেন শিল্পী এম এ হাশেম, সমীর সেন, উজ্জ্বল সিংহ, বাসুদেব রুদ্র, বৃষ্টি দাশ, জ্যোতি শর্মা, স্বর্ণময়ী শিকদার, মৈত্রী আচার্য, নন্দীনি দেব, শিল্পি শর্মা প্রমুখ। সব শেষে বঙ্গবন্ধুকে নিয়ে একক কবিতা পাঠ করেন আবৃত্তি শিল্পী মেজবাহ উদ্দিন চৌধুরী, এমরান হোসেন মিঠু।
মহানগর