সন্তানরা ৪০ ঘণ্টা পর দাফন করলো বাবার লাশ

টাকা সমবণ্টনের আশ্বাস

সংবাদদাতা, আনোয়ারা »

অবশেষে দীর্ঘ ৪০ ঘণ্টা পর দাফন সম্পন্ন হলো পদ্মা অয়েল কোম্পানির সাবেক কর্মকর্তা চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের মনির আহমেদ (৬২)র। শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধায় মারা যাওয়ার পর তার রেখে যাওয়া পেনশনের ৫০ লক্ষ টাকার ভাগাভাগি নিয়ে ৫ ছেলে-মেয়ের দ্বন্দ্বের কারণে দীর্ঘ ৪০ ঘণ্টা রাস্তার এক কোনায় অ্যাম্বুলেন্সে ফেলে রাখা হয়েছিলো ঐ বৃদ্ধের লাশ।

অবশেষে প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে গতকাল সোমবার বেলা ১১টায় নিজবাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মনির আহমেদের লাশ।

দাফনের বিষয়টি নিশ্চিত করে বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম জানান, অবসরের টাকা ভাগাভাগি নিয়ে বৃদ্ধ মনির আহমদের (৬৫) লাশ সড়কে শীতাতাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে ফেলে রেখে শনিবার রাত থেকেই বিরোধে জড়ায় তার সন্তানরা। রোববার রাত পর্যন্ত লাশ সড়কেই পড়ে ছিলো। পরে জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ বৃদ্ধের অবসরের টাকা ছেলে-মেয়েদের মধ্যে সমবণ্টনের আশ্বাস দিলে ছেলেরা লাশ দাফনের অনুমতি দেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, বাবার অবসরের টাকা নিয়ে দ্বন্দ্বের বিষয়টি সামাজিকভাবে সমাধান করা হয়েছে।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের মাধ্যমে বৃদ্ধের সন্তানদের মাঝে সৃষ্ট বিবাদ নিরসন করা হয়েছে।