হাটহাজারীতে বাস-অটোরিকশা সংঘর্ষ
নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী »
হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশা চালকসহ ৩ জন।
নিহতরা হলেন, চন্দনাইশ উপজেলার জোয়ার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঘোপা বাড়ির নারায়ন দাশের স্ত্রী রিতা দাশ (৩৫), তার মেয়ে শ্রাবন্তী দাশ (১৭), বর্ষা দাশ (১২), দ্বীপ দাশ (৫) ও দিগন্ত দাশ (৫), একই বাড়ির শম্ভু দাসের ছেলে বিপ্লব দাশ (৩৫) ও সচিন্দ্র দাশের স্ত্রী চিনু রানী দাস (৪৫)।
মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে ইউনিয়নের চারিয়া ইজতেমা মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবার বাড়ি দক্ষিণ চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুর এলাকার ধোপপাড়া মাস্টার বাড়িতে। তারা ফটিকছড়িতে একটি আত্মীয় বাড়িতে অনুষ্ঠানে যাচ্ছিলেন বলে জানায় পুলিশ।
হাটহাজারী মডেল থানা ও নাজিরহাট হাইওয়ে পুলিশ জানায়, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী ‘পদক্ষেপ’ পরিবহনের একটি বাস হাটহাজারী- নাজিরহাট মহাসড়কের চারিয়া ইজতেমা মাঠের সামনে ফটিকছড়িগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে একই পরিবারের তিন শিশুসহ ৭ জনের মৃত্যু হয়। সিএনজি যাত্রীরা চন্দনাইশ উপজেলা থেকে ফটিকছড়ির শাহনগর মনমোহন কবিরাজের বাড়িতে যাচ্ছিলেন।
এ ঘটনার পর স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় সিএনজি অটোরিকশা চালক বিপ্লব দাশসহ ২ জনকে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চালকের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন।
এদিকে এ ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) সোয়েব আহম্মদ খান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ বি এম মসিউজ্জামান, মডেল থানার ওসি মো. মনিরুজ্জান, হাইওয়ে পুলিশের ওসি মো. আদিল মাহমুদ, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান ঘটনাস্থলে যান। লাশগুলো উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান সুপ্রভাতকে বলেন, এ ঘটনার পর পর লাশগুলো উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণে ঘটনাস্থল থেকে উভয় দিকে প্রায় ৩ কিলোমিটার এলাকা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে ঘণ্টাব্যাপী তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে র্যাব ও পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনার পর বাস ও সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। বাসচালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।