অদিতি সঙ্গীত নিকেতনের বসন্ত উৎসব
উত্তর কাট্টলীর সঙ্গীত প্রতিষ্ঠান অদিতি সঙ্গীত নিকেতনের দু-দশক পূর্তি উপলক্ষে ১৭ মার্চ হতে কাট্টলী সিটি করপোরেশন বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে ভারতীয় সহকারী হাই কমিশনারের সহযোগিতায় তিনদিন ব্যাপী বসন্ত উৎসব শেষ হয়েছে। সংগঠনের সভাপতি আবিদা আজাদের সভাপতিত্বে তিন দিনব্যাপী অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন প্রাক্তন লায়ন গর্ভনর রূপম কিশোর বড়–য়া।
প্রধান আলোচক ছিলেন একুশে পদক প্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার। বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু। এতে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব ডা. কিশোর আচার্য। শুভেচ্ছা বক্তব্য রাখেন আহ্বায়ক অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন রাসেল ও সমন্বয়ক জুয়েল শীল । উৎসবের ২য় দিনে সংগঠনের উপদেষ্টা রাখাল চন্দ্র দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাহতাব উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে মানবিক পুলিশের জন্য ডিসি (উত্তর) বিপিএম, পিপিএম বিজয় বসাককে এবং করোনাকালীন সময়ে মানুষের পাশে থাকার করোনা মোকাবিলায় অবদান রাখার জন্য করোনা মেডিসিন ব্যাংক ও করোনা ফুড ব্যাংকের উদ্যোক্তা এবং আল আমিন হাসপাতাল (প্রা.) লিমিটেড এর মেডিক্যাল ডিরেক্টর ডা. মেসবাহ উদ্দীন তুহিনকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১০ নম্বর উত্তর কাট্টলী আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক গিয়াস উদ্দিন জুয়েল ও হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দায়রা জজ আদালত এডিশনাল পিপি অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. মুকেশ কুমার দত্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহাদাত হোসেন শাহেদ, প্রতিষ্ঠাতা টুনটু দাশ বিজয়, অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন রাসেল, জুয়েল শীল।
তিনদিন ব্যাপী বসন্ত উৎসবে সঙ্গীত পরিবেশন করেছেন গিরীজা রাজবর, প্রেম সুন্দর বৈষ্ণব, অনুপম দেবনাথ পাবেল, নীলিমা বিশ্বাস , আনিকা দাশ চৌধুরী , রুবেল চৌধুরী , অনামিকা চৌধুরী, জিয়াউর রহমান , জাদুশিল্পী রাজীব বসাক।
লায়ন রূপন কিশোর বড়–য়া বলেন, ‘ মাদক থেকে দূরে থাকতে হলে সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নাই। অনুষ্ঠানে প্রধান অতিথি দিদারুল আলম বলেন, ‘একটি সুন্দর সমাজের জন্য সংস্কৃতি চর্চা খুবই গুরুত্বপূর্ণ। তাই সকলকে সঙ্গীত চর্চ্চার মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণ করার আহ্বান জানান তিনি। বিজ্ঞপ্তি