সম্প্রতি বন্দরনগরী চট্টগ্রামে ‘ষড়ঙ্গ’ এর প্রথম ফ্ল্যাগশিপ শোরুম এর উদ্বোধন হয়েছে। অভিজাত ও রুচিশীল ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে ‘ষড়ঙ্গ’ এর এ নতুন যাত্রা। শপিং ঐতিহ্যের প্রাণকেন্দ্র, চট্টগ্রামের নিউ মার্কেটের নিচতলার ৭২-৭৩ নাম্বার দোকানে শুরু হয়েছে ষড়ঙ্গের আনুষ্ঠানিক নতুন পথচলা।
এখানকার প্রতিটি পোশাকেই ক্রেতারা পাচ্ছেন ঐতিহ্য আর আধুনিকতার এক দারুণ মেলবন্ধন, যা ক্রেতাদের ব্যক্তিত্বে যোগ করবে নতুন মাত্রা।
বিভিন্ন ধরনের ডিজাইন বৈচিত্র্যের প্রিমিয়াম কালেকশন রয়েছে এখানে। হাল ফ্যাশনের হরেক রকমের পাঞ্জাবীর সমাহার রয়েছে আউটলেটে। কারচুপি, আনারকলি, মুঘল আর্ট, ফ্লোরাল আর্ট ও বৈচিত্র্যপূর্ণ রঙের পাঞ্জাবীতে ভরপুর ‘ষড়ঙ্গ’। পাঞ্জাবীর সাথে সাথে নানান ডিজাইন ও রঙের ফতোয়া, কাতুয়া, ফরমাল শার্ট, ট্রেন্ড শার্ট, টি শার্ট, ফ্লোরাল শার্ট, প্যান্ট ইত্যাদি নানান পছন্দের পোশাকে সেজেছে ‘ষড়ঙ্গ’।
উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য ধামাকা নানান অফার রেখেছে প্রতিষ্ঠানটি। এছাড়াও রয়েছে মাসব্যাপী অফার। অন্যান্য অফারের মধ্যে রয়েছে প্রতিদিন ষড়ঙ্গের যেকোনো পোস্ট ট্যাগ বা শেয়ার করে প্রতিদিন আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। আরও থাকছে
প্রথম ৭ দিনের কেনাকাটায় বিশেষ মেম্বারশিপ কার্ড, যা দেবে দারুণ সব সুবিধা! বিজ্ঞপ্তি