শ্রীলঙ্কায় টাইগার যুব দলের বিশাল জয়

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

সিরিজের চতুর্থ ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ১৪৬ রানের রাজকীয় জয়ে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেছে টাইগার যুবারা। ম্যাচে বাংলাদেশের হয়ে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন জাওয়াদ আবরার। কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে গতকাল (শনিবার) টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার যুবারা। দুই ওপেনার জাওয়াদ আবরার এবং কালাম সিদ্দিকীর ওপেনিং জুটি থেকে আসে ৪৯ রান। ২৪ বলে ১৯ রান করে বিদায় নেন কালাম। এরপর জাওয়াদের সাথে যোগ দেন আজিজুল হাকিম তামিম। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন জাওয়াদ। দারুণ সাবলীল ব্যাটিংয়ে দলের রানের চাকা সচল রাখেন তিনি। আজিজুল ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি। ৩১ বলে ২৩ রান করে বিদায় নেন তিনি। জাওয়াদ ছুঁয়ে ফেলেন ফিফটি। দারুণ সাবলীল ব্যাটিংয়ে ফিফটির পরেও ছুটেছেন জাওয়াদ। তার ব্যাটে চড়েই এগিয়েছে বাংলাদেশের ইনিংস। চারে নেমে জাওয়াদের সাথে জুটি বাঁধেন রিজান হোসেন। ধীরে ধীরে ক্রিজে আঠার মত লেগে যান রিজান এবং জাওয়াদ। দোর্দন্ড প্রতাপে দারুণ এক সেঞ্চুরি তুলে নেন জাওয়াদ আবরার। রিজান ছুঁয়ে ফেলেন ফিফটি। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ভর করে বিশাল পুঁজির দিকে ছুটছে বাংলাদেশ দল। সেঞ্চুরির পর থেমেছেন জাওয়াদ। দলের ২২২ রানের মাথাতে ১১৫ বলে ১১৩ রানের ইনিংস খেলে বিদায় নেন এই ওপেনার। রিজান আরও কিছুক্ষণ টিকে ছিলেন। ৭৭ বলে ৮২ রান করে দলীয় ২৫০ রানের মাথাতে থেমেছেন তিনি। শেষ দিকে মোহাম্মদ আব্দুল্লাহ খেলেন ২৭ বলে ৩২ রানের ইনিংস। ১১ বলে ১৯ রান করেছেন দেবাশীষ দেবা। ৯ বলে ৩৫ রানের টর্নেডো ইনিংস খেলে অপরাজিত ছিলেন সামিউন বাসির। নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ৩৩৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট নেন রাসিথ নিমসারা। জবাব দিতে নেমে দ্রুত ২ উইকেট হারিয়েছে লঙ্কানরা। প্রথম দুই ওভারের মধ্যে সাজঘরে ফিরেছেন দুই ওপেনার দুলনিথ সেগারা এবং রেহান পেইরিস। সেগারাকে ফেরান সানজিদ মজুমদার। রেহানকে আউট করেন আল ফাহাদ। চারে নামা কিঠমা ভিদানাপাথিরানা ৯ বলে ২ রান করে আউট হন, তাকে কট এন্ড বোল্ড করেছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তিনে নামা চামিকা হীনাটিগালা ১৮ বলে ৩০ রানের ইনিংস খেলে বিদায় নেন, তাকে ফিরিয়েছেন আল ফাহাদ। এরপর ৪৬ বলে ২৩ রান করা কাভিজা গামাগেকে আউট করেছেন সামিউন বাসির। অল্প সময়ের মধ্যে আরও ২ উইকেট হারায় লঙ্কানরা। উইকেট দুটি তুলেছেন দেবাশীষ দেবা এবং আজিজুল হাকিম। ১২৪ রানের মধ্যে হাওয়া লঙ্কানদের ৭ উইকেট। ম্যাচে জয়টাও প্রায় নিশ্চিত করে ফেলে টাইগার যুবারা। এরপর জুটি বাঁধেন ভিমাথ দিনসারা এবং রাসিথ নিমসারা। ফিফটি হাঁকানো অধিনায়ক দিনসারা আউট হয়েছেন ৭২ বলে ৬৬ রানের ইনিংস খেলে। নিমসারা লড়াই চালিয়ে গেছেন। একদম শেষ ব্যাটার হিসেবে দলের ১৯০ রানের মাথাতে ২৯ বলে ৩৯ রানের ইনিংস খেলে আউট হন নিমসারা। সেখানেই অলআউট হয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ তুলে নেয় ১৪৬ রানের বিশাল এক জয়। বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নিয়েছেন আল ফাহাদ। ২টি করে উইকেট তোলেন সানজিদ মজুমদার এবং আজিজুল হাকিম। ১টি করে উইকেট শিকার করেন সামিউন বাসির, দেবাশীষ দেবা এবং কালাম সিদ্দিকী।