সুপ্রভাত স্পোর্টস ডেস্ক »
সিলেট টেস্টের প্রথম দিন শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ২৮০ রানে অলআউট করেছে বাংলাদেশ। পরে ব্যাটিংয়ে নেমে ৩২ রানে ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
৫৭ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল শ্রীলঙ্কার। স্বাভাবিকভাবে দিনটা হওয়ার কথা ছিলো পুরোপুরি বাংলাদেশের। কিন্তু দুই সেঞ্চুরিতে তারা ২৮০ করার পর বাংলাদেশ ব্যাট করতে নেমে হারিয়ে ফেলল ৩ উইকেট। প্রথম দিন শেষে ম্যাচে বরং লঙ্কানদের দাপট।
ম্যাচের দ্বিতীয় দিন ৭ উইকেট বাকি রেখে ২৪৮ রানে পিছিয়ে থেকে খেলা শুরু করবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বৃষ্টিভেজা কন্ডিশনে সবুজ উইকেটে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।
সৈয়দ খালেদ আহমেদের দারুণ বোলিংয়ে স্রেফ ৫৭ রানে ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ। শেষ দিকে অভিষিক্ত পেসার নাহিদ রানার তোপে স্রেফ ২১ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। দুই পেসারই নেন ৩টি করে উইকেট।
মাঝে ষষ্ঠ উইকেটে ২০২ রানের জুটি গড়ে তোলেন ধানাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। বাংলাদেশের বিপক্ষে অষ্টম উইকেটে এটিই শ্রীলঙ্কার সর্বোচ্চ জুটি। দুই ব্যাটসম্যানই করেন সেঞ্চুরি। দুজনই থামেন সমান ১০২ রান করে।
শেষ সেশনে সেঞ্চুরি পূর্ণ করেন কামিন্দু। ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে তার এটি প্রথম সেঞ্চুরি। পরে তাকে থামান নাহিদ। এরপর তিন অঙ্ক স্পর্শ করেন ধানাঞ্জয়া। ৫৩ ম্যাচের ক্যারিয়ারে লঙ্কান অধিনায়কের একাদশতম সেঞ্চুরি এটি। বাংলাদেশের বিপক্ষে তৃতীয়।
ধানাঞ্জয়াও সেঞ্চুরির পর ফেরেন দ্রুতই। তাকেও আউট করেন নাহিদ। এরপর লেজের সারির ব্যাটসম্যানরা বেশিক্ষণ টিকতে পারেননি। তিনশর আগে অলআউট হয় শ্রীলঙ্কা।
পরে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে এলবিডব্লিউ হন জাকির হাসান। রিভিউ নিয়েও লাভ হয়নি তার। আম্পায়ার্স কলে কাটা পড়েন বাঁহাতি ওপেনার। এক ওভার পর ভিশ্ব ফার্নান্দোর বলে এলবিডব্লিউ হন নাজমুল হোসেন শান্তও।
দিনের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ সময় বাকি থাকতে কাসুন রাজিথার বলে ক্যাচ আউট হন মুমিনুল হক।
শ্রীলঙ্কাকে তিনশোর নিচে আটকে দারুণ স্বস্তির দিন পার করার দিকে ছিলো বাংলাদেশ। দ্বিতীয় সেশন খারাপ গেলেও পেসারদের নিয়ে উদযাপনে উপকরণ ছিলো বিস্তর। তবে নিজেরা ব্যাট করতে নেমে দ্রুত ৩ উইকেট হারিয়ে তৈরি হয়েছে চাপ।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৬৮ ওভারে ২৮০ (মাদুশকা ২, কারুনারাত্নে ১৭, কুসাল ১৬, ম্যাথিউস ৫, চান্দিমাল ৯, ধানাঞ্জয়া ১০২, কামিন্দু ১০২, জয়াসুরিয়া ১, রাজিথা ৬*, ভিশ্ব ৯, কুমারা ০; শরিফুল ১৪-০-৫৮-১, খালেদ ১৭-২-৭২-৩, নাহিদ ১৪-২-৮৭-৩, তাইজুল ১৩-৬-৩১-১, মিরাজ ১০-১-২৫-০)
বাংলাদেশ ১ম ইনিংস: ১০ ওভারে ৩২/৩ (জয় ৯*, জাকির ৯, শান্ত ৫, মুমিনুল ৫, তাইজুল ০*; ভিশ্ব ৫-১-৯-২, রাজিথা ৫-১-২০-১)