সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হবে ১৭ অক্টোবর থেকে। বিশ্বকাপের লড়াই শুরুর আগে দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে মাহমুদউল্লাহরা। আজ (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি ওয়ার্ম-আপ ম্যাচ দুটির সূচি ঘোষণা করেছে।ওয়ার্ম-আপ ম্যাচ দুটিতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। খেলা হবে আরব আমিরাতে। যদিও বাংলাদেশের প্রথম রাউন্ড শুরু হবে ওমানে। আগামী ৩ অক্টোবর সাকিব-মোস্তাফিজ বাদে দলের অন্য সদস্যরা ওমানের উদ্দেশে দেশ ছাড়বেন। সংযুক্ত আরব আমিরাতে আইপিএল খেলতে থাকা সাকিব-মোস্তাফিজ ওখান থেকেই ওমানে দলের সঙ্গে যোগ দেবেন।
ওমানে পৌঁছানোর পর একদিনের রুম কোয়ারেন্টিন শেষে অনুশীলনের জন্য চারটি সেশন পাবে মাহমুদউল্লাহরা। ওমানে চার দিনের অনুশীলন শেষে ৯ অক্টোবর আরব আমিরাতের উদ্দেশে যাত্রা করতে হবে। সেখানে একদিনের কোয়ারেন্টিন শেষে ১১ অক্টোবর আবার শুরু করবে অনুশীলন। এরপর ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ার্ম-আপ ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি ১৪ অক্টোবর, আয়ারল্যান্ডের বিপক্ষে।ওয়ার্ম-আপ ম্যাচ খেলে পরদিন, ১৫ অক্টোবর ওমানে ফিরবে বাংলাদেশ দল। এরপর ১৬ অক্টোবর একবেলা অনুশীলনের পরই মাহমুদউল্লাহদের বিশ্বকাপ মিশন শুরু হবে ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচের পর ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে। প্রথম রাউন্ড উতরাতে পারলে ফের আরব আমিরাতের উদ্দেশে রওনা করবে বাংলাদেশ দল।
উল্লেখ্য, ওমানে প্রথম পর্বে আট দল দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে। সেখানকার শীর্ষ ও রানার্স-আপ দল সুযোগ পাবে সুপার-১২ রাউন্ডে।
ওয়ার্ম-আপ ম্যাচের সূচি :
১২ অক্টোবর: বাংলাদেশ-শ্রীলঙ্কা, রাত ৮টা, এডিসি ওভাল-২
১৪ অক্টোবর: বাংলাদেশ-আয়ারল্যান্ড, রাত ৮টা, এডিসি ওভাল-১
- বাংলাদেশ সময় অনুযায়ী