‘শেষ বয়সে তারেক রহমানকে দেখার আশায় জনসভায় এসেছি’

সুপ্রভাত ডেস্ক »

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানারের নিচে দাঁড়িয়ে ছবি তুলছেন বৃদ্ধ মোখলেছুর রহমান। চট্টগ্রামের বিএনপির জনসভায় এসেছেন তিনি। ৪৫ বছর ধরে রাজনীতি করলেও কখনও তারেক রহমানকে দেখার সুযোগ পাননি তিনি। জীবনে একবার হলেও তাকে দেখার জন্য চট্টগ্রামের জনসভায় এসেছেন সাতসকালে।

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিএনপির জনসভার প্রবেশমুখে সকাল ৮টার দিকে মোখলেছুর রহমানের সঙ্গে কথা হলে মোখলেছুর রহমান বলেন, আমার বয়স ৬৩ বছর। ৪৫ বছর ধরে রাজনীতি করে আসছি। কখনও তারেক রহমানকে দেখার সুযোগ হয়নি। এবার কাছ থেকে দেখার আশা নিয়ে ভোরে চলে আসলাম সমাবেশে।

মোখলেছুর রহমান চট্টগ্রাম নগরীর প্রি-পোর্ট এলাকার বাসিন্দা। বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের চট্টগ্রাম শাখার সহসভাপতি তিনি।

তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রচলিত রাজনীতির অবসানের আশা প্রকাশ করে মোখলেছুর রহমান বলেন, আওয়ামী লীগের দমন-পীড়নের পর তারা দেশ থেকে পালিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে দেশ থেকে প্রতিহিংসার রাজনীতির অবসান হবে।

dhakapost

তিনি বলেন, তারেক রহমানের প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের উন্নতির দিকে যেন তিনি নজর দেন। এবং বৃহত্তর বন্দর-পতেঙ্গা এলাকায় সরকারি হাসপাতাল নাই। আমরা চাই আজকের সমাবেশে তিনি চট্টগ্রামের এসব সমস্যা নিয়ে কথা বলবেন।

দলীয় সূত্র জানায়, তারেক রহমান বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠের মহাসমাবেশে যোগ দেবেন। চট্টগ্রাম সফর শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে মহাসমাবেশ উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীতে রাখা হয়েছে কঠোর নিরাপত্তার আওতায়। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। মঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ভাগ করা হয়েছে—রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন। মঞ্চকে রেড জোন ঘোষণা করা হয়েছে, যেখানে কেবল বিএনপির কেন্দ্রীয় নেতারা, স্থায়ী কমিটির সদস্যরা এবং বৃহত্তর চট্টগ্রামের ২৩টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা অবস্থান করতে পারবেন।

মঞ্চের সামনের অংশ ইয়েলো জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে সাংবাদিক ও নারীদের জন্য আলাদা ব্লক থাকবে। পুরো মাঠকে রাখা হয়েছে গ্রিন জোন হিসেবে।

তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রামে গিয়েছিলেন। সে সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে তিনি নগরীর লালদিঘী ময়দানে জনসভায় বক্তব্য দিয়েছিলেন।