সুপ্রভাত বিনোদন ডেস্ক »
পরপর বক্স অফিসে তিনটি হিট ছবি উপহার দিয়েছেন বলিউড কিং শাহরুখ খান। নতুন ছবি ‘কিং’ এর মাধ্যমে প্রথমবার মেয়ে সুহানা খানের সঙ্গে বড় পর্দায় আসতে চলেছেন শাহরুখ। লন্ডনে শুটিং শুরুও হয়ে গিয়েছিল। তবে মাঝপথে ‘কিং’ ছবিতে পরিচালক পরিবর্তন করা হয়েছে।
সুজয় ঘোষের জায়গা নিলেন ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এ সিদ্ধান্ত প্রায় সপ্তাহ তিনেক আগেই নিয়েছিলেন শাহরুখ।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ইতোমধ্যেই অনেকটা পরিবর্তন করা হয়েছে ছবির গল্পে। সেই কারণে ছবিটির সঙ্গে একাত্মবোধ করতে পারছিলেন না সুজয়। পরিচালক এ ছবির গল্পকে যেভাবে উপস্থাপন করতে চেয়েছিলেন, ছবিটি নাকি আর সেই জায়গায় নেই।
অ্যাকশন, ড্রামা, ইমোশন, প্রেম সব রকম উপাদান মিশিয়ে এই ছবির যে তারে বাঁধা হয়েছে সেই উচ্চতা ছোঁয়ার উপযুক্ত মানুষ সিদ্ধার্থ আনন্দ। নিজের ভাবনা সুজয়ের সঙ্গে ভাগ করে নেন শাহরুখ। সকলের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।