যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর উদ্যোগে এবং চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের পৃষ্ঠপোষকতায় গতকাল ৬ষ্ঠ যুব সমাবেশ আন্তর্জাতিক কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা ও সিটি ইউনিটের আওতাধীন ১৯৮টি শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রায় ১৫০০ জন যুব সদস্য ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অংশগ্রহণ করে।
৬ষ্ঠ যুব সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা-উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম। সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারি মো. আসলাম খান, চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারি আবদুল জব্বার, সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক মিজানুর রহমান। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব প্রধান গাজী মো. ইফতেকার হোসেন ইমু’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য এইচএম, সালাউদ্দীন, মহসিন উদ্দীন চৌধুরী ফয়সাল, মো. আনোয়ার আজম, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য আব্দুল মোনাফ, রাশেদ খান মেনন, প্রাক্তন যুব প্রধান কাজী তৌফিকুল আজম, জেলা ও সিটি রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার আবদুল মান্নান, আবদুর রহিম আকন প্রমুখ।
সমাবেশে দিনব্যাপী অংশগ্রহণকারীদের বিভিন্ন সেশনের মাধ্যমে শিক্ষামূলক তথ্য প্রদান করে প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার, সার্ক বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএম সৈকত, ইয়থনেট ফর ক্লাইমেট জাসটিস এর প্রতিষ্ঠাতা সোহানুর রহমান সোহান, কার্টুনপিপল এর হেড অব এক্সিকিউটিভ মোরশেদ মিশু, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর সিনিয়র যুব সদস্য মোহিত দেব নাথ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা সকলের আগে কাজ করে যায়। মানুষের সেবার জন্য স্কুল কলেজ স্তর থেকে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা প্রতিনিয়ত কাজ করছে। সহশিক্ষা কার্যক্রম এবং রেড ক্রিসেন্ট কার্যক্রম পরিচালনার বেগবান করার লক্ষ্যে উপস্থিত শিক্ষকদের নির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তি