শিক্ষকের হাতের কব্জি কেটে নিলো দুর্বৃত্ত

নিজস্ব প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি »

রামুর কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারে মো. মহিউদ্দিন নামে এক শিক্ষকের হাতের কব্জি কেটে নিয়েছে দুর্বৃত্ত। বুধবার সন্ধ্যায় গর্জনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এরশাদ উল্লাহর দোকানে হামলার এ ঘটনা ঘটে।

আহত মহিউদ্দিন কচ্ছপিয়ার বালুবাসা গ্রামের মো. মোসলেমের ছেলে। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা এস.ই.এসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মুঠোফোনে মো. এরশাদ উল্লাহ জানান, শিক্ষক মহিউদ্দিন তার নিয়মিত ক্রেতা। দোকানে আলাপ করার এক পর্যায়ে অতর্কিতভাবে বালুবাসা গ্রামের শামশুল আলমের ছেলে মাহবুব নতুন দা দিয়ে শিক্ষক মহিউদ্দিনকে দুটি কোপ দিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আহত শিক্ষকের চাচাতো ভাই নজিবুল আলম বাহাদুর মুঠোফোনে জানান ,শামশুল আলমের ছেলে মাহবুবের বিরুদ্ধে ডাকাতি মামলা রয়েছে। মাহবুব পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে। আহত শিক্ষক মহিউদ্দিনের অবস্থা গুরুতর বলে জানান তিনি। হামলার পর পর তাঁকে কক্সবাজার সদর হাতপাতালে নেয়া হয়। পরবর্তী উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগ এবং পরে ঢাকার জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) রেফার্ড করা হয়েছে।

এ প্রসঙ্গে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো. মাসুদ রানা জানান, জমি নিয়ে পূর্ব শত্রুতা থেকে এমন ঘটনা ঘটেছে। পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।