আউট অব স্কুল চিলড্রেন প্রকল্পের শিক্ষক রিফ্রেশার্স প্রশিক্ষণ
যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) তার প্রতিষ্ঠালগ্ন থেকে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও নারীদের অধিকার ও ক্ষমতায়নের লক্ষ্যে নানামুখী সমাজ ও মানব উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। বিশেষত শিক্ষকদের দক্ষতা উন্নয়নে বিশেষভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় এর উপ আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম সেকেন্ড চান্স এডুকেশন এর আউট অব স্কুল চিলড্রেন (পাইলট কর্মসূচি) প্রকল্পের আওতায় ২০১৬ সাল হতে চট্টগ্রাম সিটি করপোরেশানের ৪ টি শিক্ষা থানার আওতাধীন ১৮টি ওয়ার্ডে ৯৫টি স্কুল পরিচালনা করে আসছে । কভিড পরবর্তী স্কুল খোলার পর শিক্ষিকাগণ ২য় পর্যায়ে ২৪ কর্মদিবসে ৪র্থ শ্রেণীর বই এর উপর মাস্ট লার্ন কম্পিটেন্সির ভিত্তিতে কিভাবে রেমিডিয়াল ক্লাশ পরিচালনা করবেন সে বিষয়ে দক্ষতা অর্জনের নিমিত্তে সামাজিক দুরত্ব বজায় রেখে সম্প্রতি দুটি পৃথক ভেন্যুতে সর্বমোট ৮ ব্যাচে ১ দিন করে ৯৫ জন শিক্ষককে “শিক্ষক রিফ্রেশার্স প্রশিক্ষণ” প্রদান করা হয়।
শিক্ষক রিফ্রেশার্স প্রশিক্ষণ পরিচালনা করেন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা’র (জেএসইউএস) সেকেন্ড চান্স এডুকেশন এর আউট অব স্কুল চিলড্রেন (পাইলট কর্মসূচি) প্রকল্পের ফিল্ড কোর্ডিনেটর মো.মুনজিলুর রহমান ও প্রশিক্ষক রুকসানা পারভীন ,ফিল্ড সুপারভাইজর মো. ফরহাদ হোসাইন, ফিল্ড সুপারভাইজর নাসরিন সুলতানা, ফিল্ড সুপারভাইজর মো. রবিউল হুসাইন, ফিল্ড সুপারভাইজর মো. আরিফ খান। এর সহযোগিতায় ছিলেন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) কর্তৃক পরিচালিত আউট অব স্কুল চিলড্রেন (পাইলট কর্মসূচি) এর কর্মীবৃন্দ। বিজ্ঞপ্তি