সুপ্রভাত ডেস্ক »
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩ লাখ টাকার সিগারেট ও নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়েছে।
রোববার (২০ জুলাই) ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই থেকে আসা ফ্লাইটে (BS-344) দুই যাত্রীর কাছে এসব পণ্য পাওয়া গেছে।
যাত্রী মো. আরিফুল ইসলাম ফেনী সদর ও মোশাররফ হোসেন রাউজানের বাসিন্দা।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক আগমনী হলে ইমিগ্রেশন শেষে ব্যাগেজ নিয়ে বিমানবন্দর কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় রাত সাড়ে ৯টায় তল্লাশি করে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম।
উদ্ধার করা পণ্যসামগ্রী বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
উভয় যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে জরিমানা এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনায় আইনানুগ ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।